‘ড্রোন ব্যবহারে সেচে ব্যবহার্য পানির পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব’
কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
চীন তাদের কৃষিকাজে প্রয়োজনীয় পানির পরিমাণ কমাতে ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে। চীনের হুবেই প্রদেশের ঈগল ব্রাদার কোম্পানি লিমিটেদ নামের একটি প্রতিষ্ঠান বর্তমানে এজন্য একটি প্লাটফর্ম পরীক্ষা করে দেখছে। বর্তমানে এ প্লাটফর্মটি কার্যকর হওয়ার পথে রয়েছে।
প্লাটফর্মটির আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেচে ব্যবহার্য পানির পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব ৫০ শতাংশ পর্যন্ত।
এছাড়া ড্রোন ব্যবহারের মাধ্যমে কৃষকরা নিজেরাই শস্যের ধরন, প্রজাতি ও প্রকৃতি সম্পর্কে নানা ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে শস্যে কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে, সে সম্পর্কেও কৃষককে ধারণা দেবে এ ড্রোন প্লাটফর্ম। একই সঙ্গে ড্রোন ব্যবহার করে কীটনাশক ছিটানোর কাজও করা যাবে।
কৃপ্র/এম ইসলাম