কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
গ্রীষ্মকালীন পালং শাক চাষে সফল ও লাভবান হয়েছেন বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের হত দরিদ্র মৃত অধীর মল্লিকের পুত্র।
জানা যায়, তার পৈত্রিক সূত্রে আবাদযোগ্য কোন জমি না থাকায় এলাকার জমির মালিকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে তিনি পালং শাকসহ বিভিন্ন প্রকার সবজির আবাদ করেছেন। তিনি এবার দেশীয় উন্নত জাতের গ্রীষ্মকালীন পালং শাকের আবাদ করেছেন। সঠিক সময়ে পরিচর্যা করে অধিক ফলন পেয়েছেন।
বাজার দর ভাল থাকায় তিনি বেশ লাভবান হয়েছেন বলে তিনি জানান সুরেশ্বর মল্লিক। চলতি মৌসুমে ৩৫ শতক জমিতে পালং শাকের চাষ করেছেন তিনি। এতে তার মোট খরচ হয়েছে ৬ হাজার টাকা। ইতিমধ্যে ৪২ হাজার টাকার পালং শাক বিক্রি করেছেন বলে জনিয়েছেন। ক্ষেতে আরো শাক রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, সুরেশ্বর মল্লিক একজন নিয়মিত বর্গাচাষী কৃষক। বিভিন্ন প্রকার সবজি চাষাবাদে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে তাকে সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়।
সুত্র, বাসস / কৃপ্র/এম ইসলাম