কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলে চলতি ২০১৮-২০১৯ আখ রোপণ মৌসুমে আখ চাষীরা সার সংকটের কারণে সঠিক সময়ে আখ রোপণ করতে পারছে না। এজন্য সারের দাবিতে বৃহস্পতিবার শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে চিনিকলের প্রধান ফটকের সামনে আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, আখ চাষী কল্যাণ ফেডরেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. উসমান গনি মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ঝুটু, বেনজীর আহম্মদ ও আব্দুল হাই বাশি মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম বলেন, ২০১৮-২০১৯ আখ রোপণ মৌসুমে ফরিদপুর চিনিকলে আখ চাষীরা সার সংকটের কারণে আখ রোপণ ব্যাহত হচ্ছে। আখ চাষে চাষীরা অনীহা প্রকাশ করছেন। প্রতি আখ রোপণ মৌসুমে আখ চাষীদের মাঝে প্রায় ৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়ে থাকে। কোন চাষী একটি টাকা ও ঋণ খেলাপির আওতায় পরেনি। যদি আখ রোপণ মৌসুমের শুরুতেই মিলে সারের সংকট চলতে থাকে তাহলে আখ রোপণ কিছুতেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলন শেষে শিল্পমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেনের হাতে তুলে দেন আখ চাষী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। আকমল হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সারের সংকট কাটিয়ে ওঠা যায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।
কৃপ্র/এম ইসলাম