কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
পঞ্চগড় জেলার উচু ও বালিযুক্ত জমিতে এবার বাদামের ব্যাপক চাষ হয়েছে, সেই সাথে কৃষকেরা ও কৃষি বিভাগ বাম্পার ফলনের আশা করছে। গত বছরও এ অঞ্চলের কৃষকরা বাদাম চাষে আর্থিকভাবে লাভবান হয়েছে। কৃষকরা জানিয়েছে, বাদাম চাষে খরচ কম অন্য ফসলের চেয়ে, যার কারণে বাদাম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃষকেরা মূলত বাদাম তাদের পরিত্যক্ত জমিতে চাষ করে থাকেন, তবে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকেরা অন্য জমিতেও এর চাষ শুরু করেছেন। বাদামের গাছ জমিতে পচে জমির উর্বরা শক্তি বাড়ে।
কৃষি বিভাগ সূত্র জানায়, এবার ৬ হাজার হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০,০০০০ টন। আবহাওয়া প্রতিকূল না হলে বাদামের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা পোষণ করছেন। কৃষকরাও সেই প্রত্যাশা নিয়ে বাদাম ফসলের পরিচর্যা করে যাচ্ছেন।
কৃষি বিভাগ কৃষকদের বাদাম চাষের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছেন, পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো সহজ শর্তে বাদাম চাষের উপর লোন দিয়েছেন। কৃষকরা এখন বাদাম ঘরে তোলার প্রহর গুণছেন।
তথ্য সুত্র- বাসস/ কৃপ্র/এম ইসলাম