ড. কে, এম, খালেকুজ্জামান: নারিকেল গাছে পাতার দাগ (Grey Leaf Spot/Leaf Blight) রোগটি পেস্টালোশিয়া পালম্যারাম (Pestalotia palmarum) নামক ছত্রাকের আক্রমনে হয়ে থাকে। দাগের মধ্যে উৎপন্ন কণিডিয়া বাতাস এবং বৃষ্টির ঝাপটার মাধ্যমে বিস্তার লাভ করে এবং নতুন স্থানে আক্রমণ ঘটায়। পটাশ সারের ঘাটতি বা নাইট্রোজেন সারের আধিক্য এ রোগ বিস্তারে সহায়তা করে। খরা বা শুকনা মৌসুমে বিশেষ করে শীতকালে রোগের ব্যাপকতা বৃদ্ধি পায়।
রোগের লক্ষণ:
নার্সারীর ছোট চারা গাছ বা বড় গাছ সব ক্ষেত্রেই এ রোগের আক্রমণ হতে দেখা যায়।
রোগের আক্রমণে পাতার উপর গোলাকার ছোট ছোট বাদামী দাগের সৃষ্টি হয়।
দাগের চতুর্দিকে হলুদ বলয় সৃষ্টি হয়।
ছোট দাগগুলো বড় হতে থাকে এবং কিছু দাগ একত্রিত হয়ে বড় দাগের সৃষ্টি করে।
দাগ ২০ মি.মি. ব্যাস পর্যন্ত বড় হতে পারে।
বড় দাগের কেন্দ্র ধুসর বা ধুসর বাদামী রঙ ধারণ করে।
দাগের মধ্যে জীবানুর বীজকণা (কণিডিয়া) উৎপন্ন হয়। এ রোগটি বড় গাছে ক্ষতি কম করলেও চারা গাছে ব্যাপক ক্ষতি করে থাকে।
রোগের প্রতিকার:
গাছের রোগাক্রান্ত পাতা সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে।
লখরা মৌসুমে চারা গাছে সেচ ও সুষম সার প্রয়োগ করতে হবে।
২ কেজি পটাশ সার তিন ভাগ করে বছরে তিন বার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।
কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন-অটোস্টিন) প্রতি লিটার পানিতে ১ গ্রাম অথবা প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক (যেমন-টিল্ট ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ০.৫ মিলিলিটার হারে মিশিয়ে গাছের পাতায় ৭-১০ দিন পর পর ২-৩ বার গাছে স্প্রে করতে হবে।
========================
লেখক:উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)