
কৃষি প্রতিক্ষণ ডেস্ক: নতুন জাতের হলুদ প্রজাতির ‘মধুমালা’ তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন মোরেলগঞ্জের কৃষক জাকির শেখ।
উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কৃষক জাকির শেখ এ বছর চার বিঘা জমিতে এ তরমুজ চাষ করেন। চাষাবাদ করা তিন প্রজাতির তরমুজের মধ্যে হলুদ প্রজাতির ‘মধুমালা’ নামের তরমুজ অন্যতম।
চাষি জাকির শেখ বলেন, ইউটিউবে দেখে হলুদ প্রজাতির তরমুজ উৎপাদনে তার আগ্রহ জাগে। বছরে তিন বার এ তরমুজ উৎপাদন সম্ভব এবং খুবই সুমিষ্ট।
উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, জাকির শেখের নতুন প্রজাতির তরমুজের বাম্পার ফলনে অন্যান্য কৃষকও উত্সাহিত হচ্ছেন।
