
কৃষি প্রতিক্ষণ ডেস্ক: বাংলাদেশে – জর্ডান কৃষি অভিজ্ঞতা বিনিময় দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন জর্ডানের কৃষিমন্ত্রী খালিদ হুনেইফাত।
গতকাল সোমবার জর্ডানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানের সঙ্গে এক বৈঠকে জর্ডানের কৃষিমন্ত্রী এ কথা বলেন।
জর্ডানের কৃষিমন্ত্রী জানিয়েছেন তার দেশের কৃষি উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে পর্যালোচনা করা হবে।
আলোচনার সময় বাংলাদেশের রাষ্ট্রদূত জর্ডানের পোশাক খাতে কর্মরত বাংলাদেশি কর্মীর সঙ্গে কৃষিক্ষেত্রেও বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ তুলে ধরেন।
মধ্যপ্রাচ্যে সহ অনেক দেশে কৃষিক্ষেত্রে বাংলাদেশি কর্মীরা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছেন। কাজেই জর্ডান তার দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশি কৃষিকর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করতে পারে।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান আরও বলেন,বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ইত্যাদিসহ নানা ক্ষেত্রে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে। খাদ্য ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষি সফলতার কারণে করোনা মহামারি সময়েও বাংলাদেশ ৫ দশমিক ২০ জিডিপি অর্জনে সক্ষম হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে একমত পোষণ করে জর্ডানের কৃষিমন্ত্রী তার দেশের কৃষি উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আগ্রহ দেখান।
এ লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানের সঙ্গে পূর্বে সম্পাদিত কৃষি সংক্রান্ত চুক্তিটি নবায়নের বিষয়ে আগ্রহের কথা ব্যক্ত করেন।
কৃষি প্রতিক্ষণ/ এম ইসলাম