
কৃষি প্রতিক্ষণ ডেস্ক: বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউ’র বাজার ব্যবস্থার নিয়ম-কানুন সম্পর্কে বাংলাদেশের রপ্তানিকারকদের অভিজ্ঞতার অভাবের কারণে বাংলাদেশী কৃষিপণ্য প্রায়ই ফিরিয়ে দেওয়া হয়। এমনকি অনেক সময় নিষেধাজ্ঞার কবলেও পড়ে।
ইউরোপে খাদ্যপণ্য রপ্তানি করতে হলে খাদ্য নিরাপত্তা, প্লান্ট কোয়ারেন্টাইন ইইউর নিয়ম মেনে করতে হয়।
বিষয়টির গুরুত্ব তুলে ধরে তাজা ফল ও সবজি রপ্তানির বিষয়ে ইইউর নিয়মকানুন সম্পর্কে বাংলাদেশি রপ্তানিকারকদের মধ্যে সচেতনতা বাড়াতে এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটি গত ১১ ও ১২ আগস্ট এক ভার্চুয়াল প্রশিক্ষণের আয়োজন করে। এর শিরোনাম ছিল ‘ইইউ ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল রিকোয়ারমেন্ট : লিগ্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস’।
উক্ত প্রশিক্ষণে তাজা ফল ও সবজি উৎপাদনকারী, রপ্তানিকারক, প্যাকার, ট্রেড অ্যাসোসিয়েশন, একাডেমিক,ফুড বিজনেস অপারেটর, সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা অংশ নেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, ইইউতে তাজা ফল ও সবজি রপ্তানির জন্য মার্কেটিং স্ট্যান্ডার্ডের পাশাপাশি প্রয়োজনীয় স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
সুনির্দিষ্ট আইনি বিধান ও তা পূরণ করতে করণীয় পদক্ষেপের বিষয়ও প্রশিক্ষণে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ইইউতে তাজা ফল ও সবজি আমদানির প্রয়োজনীয়তা সম্পর্কে একটি নির্দেশিকা বিতরণ করা হয়।- সংবাদ বিজ্ঞপ্তি।
কৃষি প্রতিক্ষণ/ এম ইসলাম