কৃষি প্রতিক্ষন ডেস্ক : ইউরিয়া গাছের একটি অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান। দেশের মোট ব্যাবহৃত ইউরিয়া সারের প্রায় শতকরা ৮০ ভাগ ধান উৎপাদনেই ব্যবহৃত হয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে ধান ক্ষেতে ইউরিয়া সার প্রয়োগ করলে বিভিন্ন প্রক্রিয়ায় গ্যাস হয়ে বাতাসে উড়ে যায়, চূঁইয়ে মাটির নিচে চলে যায় অথবা পানিতে মিশে অন্যের জমিতে বা খালে চলে গিয়ে অপচয় হয়।
অন্যদিকে ধান ক্ষেতে ৬-৮ সে.মি. কাঁদা মাটির নিচে সার প্রয়োগের মাধ্যমে এর অপচয় রোধ করে ইউরিয়া সারের কার্যকারীতা বৃদ্ধি করা যায়। ধানের উৎপাদন বৃদ্ধি এবং ইউরিয়া সারের অপচয় রোধ করার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ কর্তৃক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৩ সালে ব্রি প্রিল্ড বা দানাদার ইউরিয়া প্রয়োগযন্ত্রটি উদ্ভাবন করে। যার দাম ৫ খেকে ৬ হাজার টাকা । যন্ত্রটরি সাহায্যে ইউরয়িা সার প্রয়োগ করলে ৩০% ইউরয়িা সার কম লাগবে। প্রচলিত পদ্ধতিতে যেখানে বিঘাপ্রতি ৩ বারে ৩৫-৪০ কেজি ইউরিয়া সারের প্রয়োজন হয় সেখানে যন্ত্রটির সাহায্যে মাত্র ১ বারে ২২-২৪ কেজি ইউরিয়া সার প্রয়োগ করলেই যথেষ্ট।
প্রধান বৈশিষ্ট্য :যন্ত্রটি দ্বারা ৬-৮ সে.মি. গভীরে দানাদার ইউরিয়া প্রতিস্থাপন করা যায়।একজন শ্রমিক ঘন্টায় প্রায় ১-১.৫ বিঘা জমিতে দানাদার ইউরিয়া প্রয়োগ করতে পারেন। যন্ত্রের চালানো দন্ডের/হাতলের উচ্চতা কম-বেশী করার ব্যবস্থা থাকায় যে কোন উচ্চতার শ্রমিকের দ্বারা যন্ত্রটি চালানো যায়।দানাদার ইউরিয়া এক সারি পরপর নিদিষ্ট দূরত্বে¡ জমিতে প্রয়োগ করতে হয় বিধায় সারি থেকে সারির দূরত্ব ১৮, ২০ এবং ২২ সে.মি. ধরে যন্ত্রটি তৈরি করা হয়েছে। এ যন্ত্রের দ্বারা দানাদার ইউরিয়া সার অবিরামভাবে পরার কারনে চারা থেকে চারা রোপনের দূরত্ব নির্দিষ্ট করনের প্রয়োজন নেই।দানাদার ইউরিয়া প্রয়োগের সময় যন্ত্রের স্কীড এবং মধ্যের চাকার মাধ্যমে জমির প্রাথমিক নিড়ানীর কাজ অনেকাংশে সম্পন্ন হয়ে যায়।
যন্ত্রের কার্যপ্রনালী : জমিতে যন্ত্রটি নেয়ার পূর্বে যন্ত্রের বিভিন্ন ঘূর্ণয়মান অংশে মবিল/গ্রীস দিতে হবে। যন্ত্রটি চালানোর সময় এমনভাবে জমিতে স্থাপন করতে হবে যাতে দুই পাশের দু’টি স্কীড এবং মধ্যের চাকা সারি বরাবর থাকে। দানাদার ইউরিয়া বক্সের ২/৩ অংশ পরিমান দানাদার ইউরিয়া সার দ্বারা পূর্ণ করতে হবে। এরপর শ্রমিকের উচ্চতা অনুযায়ী হাতলের উচ্চতা সমন্বয় করে সামনের দিকে ঠেলার মাধ্যমে যন্ত্রটি চালাতে হবে। জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছে পুনরায় যন্ত্রটি চালানোর সময় মধ্যের সারি বরাবর পা রেখে চালাতে হবে। লক্ষ্য রাখতে হবে, যেন সার প্রয়োগ করা সারিতে পা রাখা না হয়। যেহেতু জমিতে চারা লাগানোর ২/৩ দিন পর দানাদার ইউরিয়া প্রয়োগ করতে হয়, তাই এ সময় জমি কর্দমাক্ত থাকে বলে যন্ত্রটি চালানোর সময় জমিতে অধিক পানি না থাকাই বাঞ্চনীয়। স্বাভাবিক গতিতে চালালে যন্ত্রের সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়।