
পুড়ে যাওয়া বনে অঙ্কুরিত হচ্ছে নতুন পাতা
কৃষি প্রতিক্ষণ ডেস্ক: ইতিহাসের ভয়ঙ্করতম দাবানলে তুরস্কের দক্ষিণাঞ্চলে বনের পর বন আগুনে পুড়েছে। ক্ষতি হয়েছে পরিবেশ প্রতিবেশের। কিন্তু প্রকৃতি তো আর থেমে থাকার নয়। দাবানল নেভার কয়েক দিনের মধ্যেই প্রকৃতি আবার জেগে উঠছে সমহিমায়। আগের মতো তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশের মারমারিসের বনে বুনোফুল ফুটছে, যেসব ঝোঁপঝাড় পুড়ে গেছে সেখান থেকে অঙ্কুরিত হচ্ছে নতুন পাতা।
প্রকৃতির এমন দৃশ্য ধারণ করেছেন বণ্যপ্রাণী বিশেষজ্ঞ বায়োলজিস্ট ইয়াসিন ইলেমিন। একই সঙ্গে পশুপাখিও এ অঞ্চলে ফিরে আসছে।
মুগলার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াসিন তুর্কি গণমাধ্যম আনাদোলুকে জানান, তিনি বন্যপ্রাণীর ওপর আগুনের প্রভাব খতিয়ে দেখতে মাঠে গবেষণা করছিলেন। এ সময় তিনি দেখতে পান কিছু এলাকা পুনরায় সবুজ হতে শুরু করেছে। পাখিদের কলকাকলিও শোনা গেছে।
প্রকৃতির এমন ঘুরে দাঁড়ানো তাকে বলতে বাধ্য করেছে, ‘দাবানলের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় সবুজের জয়গান এখানকার প্রাণীদের আনন্দিত করেছে।’
২৮ জুলাই থেকে দাবানলে পুড়েছে তুরস্কের বিভিন্ন এলাকায় শতাধিক বন। দীর্ঘ দুই সপ্তাহ পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ। দাবানলে দেশটিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
সুত্র: যুগান্তর অনলাইন /কৃষি প্রতিক্ষণ/এম ইসলাম