কৃষি প্রতিক্ষণ ডেস্ক: আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবির মহাপ্রয়াণ দিবসকে শ্রদ্ধাভরে স্মরণ করছে
‘কৃষি প্রতিক্ষণ’পরিবার।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে “কৃষি প্রতিক্ষণ” কবির কৃষি ভাবনা ও কৃষকের জন্য কবির অসামান্য ভালবাসার সামান্য আলোকপাত করছে।
কাজী নজরুল ইসলাম অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পরিবারসহ আত্মীয়-পরিজনের অধিকাংশই ছিলেন কৃষি জীবী। গ্রামের সেই কুসংস্কারে আবর্তিত জীবনধারায় তাঁকে নানা বৈচিত্র্যে বেড়ে উঠতে হয়েছে।
সমাজের মানুষকে অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়নের লক্ষ্যে কৃষক সমাজকে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলামের আন্তরিকতা ছিল অসামান্য । তিনি তাঁর জীবনবন্দনা কবিতা কৃষকদের কল্যাণে এবং তাদের উৎসাহিত করার মানসে সন্ধ্যা কাব্যগ্রন্থ ‘জীবন বন্দনা’ কবিতায় উল্লেখ করেছেন, ‘গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিলো যারা আনি, ফসলের ফরমান। শ্রমকিনাঙ্ক কঠিন যাদের, নির্দয় মুঠি তলে, ত্রস্তা ধরণী নজরানা দেয়, ডালি ভরে ফুলে ফলে।’ এ কবিতার চরণ থেকে প্রতীয়মান হয় কবির মাঝে ছিল অগাধ কৃষি ভাবনা। সেইসাথে এ কবিতার মাধ্যমে তিনি কৃষক সমাজের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।
সুত্র: বাসস/ কৃষি প্রতিক্ষণ/ এম ইসলাম