
ভিয়েতনামের একটি কফি বাগান, ছবি অনলাইন থেকে সংগৃহীত
কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বিশ্বে কফি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম ভিয়েতনাম। দেশটির প্রধান শহর হো চি মি চলছে লকডাউন।করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভিয়েতনামের রপ্তানির বড় কেন্দ্র এই শহরে চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
ভিয়েতনাম রোবাস্টা জাতের কফি বিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। যা মূলত ইনস্ট্যান্ট কফি এবং এসপ্রেসো ব্লেন্ড কফি হিসাবে ব্যবহার করা হয়। চলতি বছর এখন পর্যন্ত পাইকারি পর্যায়ে এই রোবাস্টা কফির দাম বেড়েছে ৫০ শতাংশের মতো।
হো চি মিন সহরে চলা লকডাউনের কারণে দেশটির রপ্তানিকারকরা কফির বীজসহ অন্যান্য পণ্য পরিবহন করতে হিমশিম খাচ্ছেন। এই শহর সংলগ্ন বন্দরটি বৈশ্বিক পণ্য পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত।
ভিয়েতনামের কফি-কোকোয়া ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন দেশটির সরকারকে বিধি-নিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছে। যাতে পণ্য জাহাজীকরণে আর বিলম্ব না হয়।
ভিয়েতনামের পরিবহন মন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষকে কফিসহ অন্যান্য পণ্যের পরিবহনে অপ্রয়োজনীয় বিধি-নিষেধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ভিয়েতনামের কৃষকরা সম্প্রতি যে ইস্যু মোকাবিলা করছে সেটাই কফি শিল্পের জন্য সবশেষ সমস্যা হিসেবে আঘাত করেছে। এদিকে প্রিমিয়াম জাতের অ্যারাবিকা কফির শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলের কফি চাষ খরা এবং কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে আগেই।
সুত্রঃ কৃষি প্রতিক্ষণ/ এম ইসলাম