
‘পরিবেশবাদী প্রিন্স চার্লস জৈব পদ্ধতিতে উদ্যান পরিচর্যা করেন’ ছবি অনলাইন থেকে সংগৃহীত
কৃষি প্রতিক্ষণ ডেস্ক: প্রিন্স চার্লস আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনকালে কথাকে কাজে পরিণত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজীবন পরিবেশবাদী চার্লস জৈব পদ্ধতিতে উদ্যান পরিচর্যা করেন। তিনি তার একটি গাড়ি চালাতে হোয়াইট ওয়াইন ও পনিরের মিশ্রন ব্যবহার করেন। খবর এএফপি’র।
গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন।রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারী ও বড় ছেলে ৭২ বছর বয়সী চার্লস তার ৯৫ বছর বয়সী মাকে নিয়ে সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি উদ্বিগ্ন যে, বিশ্বনেতারা “শুধু কথাই বলবেন”। তিনি আরো বলেন, বাস্তবে পদক্ষেপ গ্রহন করাই সমস্যা।”
এ শীর্ষ সম্মেলন প্রধান উন্নয়নশীল দেশগুলোকে তাদের কার্বন নি:সরণ কমানোর জন্য আরো বেশি কিছু করার জন্য উৎসাহিত করা এবং দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার প্রদান করতে সমৃদ্ধ বিশ্বকে রাজী করানোর চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট কাজ করছে কিনা জানতে চাইলে চার্লস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তবে, প্রিন্স অব ওয়েলস ঘরবাড়ি আরও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনের রাস্তা অবরোধ করে জলবায়ু আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
সুত্রঃ বাসস / এম ইসলাম