কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ‘পোল্ট্রি ফিড’ মুরগি ও গোখাদ্য তৈরির অন্যতম কাঁচামাল সয়ামিল রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।
দেশে পোল্ট্রি ফিড ও পশুখাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ডেইরি ও পোল্ট্রি খাতের স্বার্থ রক্ষায় আজ বৃহস্পতিবার থেকে সয়ামিল রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়কে নির্দেশ প্রদান করেছে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান বাসসকে বলেন, ‘দেশে পোল্ট্রি, মাছ ও গোখাদ্যের দাম যেন কোনভাবেই বেড়ে না যায়, সেই লক্ষ্যে সরকার সয়ামিল রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। সয়াবিল রপ্তানির কারণে দেশে পোল্ট্রি ও মাছের খাবার এবং গোখাদ্যের সংকট হোক এটা আমরা চাই না।’
তিনি বলেন, সয়ামিল রপ্তানি অব্যাহত থাকলে এর প্রভাবে ডেইরি ও পোল্ট্রি খাদ্য উৎপাদন বাঁধাগ্রস্ত হতে পারে। এর ফলে ডেইরি ও পোল্ট্রির দাম বেড়ে যাওয়ার আশংকা থেকে যায়।
তিনি জানান, আজ থেকে সয়ামিল রপ্তানির কোন ঋণপত্র (এলসি) গ্রহণ করা যাবে না। তবে গতকাল পর্যন্ত যেসব এলসি খোলা হয়েছে, এর বিপরীতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত রপ্তানি করা যাবে।
সয়াবিন সিড থেকে মূলত সয়ামিল প্রস্তুত করা হয়। সয়ামিল পোল্ট্রি, মাছ ও গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে প্রস্তুতকৃত সয়ামিল মূলত ভারত ও নেপালে রপ্তানি হয়ে থাকে।
সুত্রঃ বাসস / এম ইসলাম