কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে দুধ উৎপাদন বৃদ্ধি এবং মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা খামারীদের অনন্য অর্জন।
তিনি বলেন, খামারীদের নিরলস পরিশ্রমের ফলেই দেশ আজ মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দুধেও শীঘ্রই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
গতকাত সংসদ ভবনের এলডি হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত গরুপ্রেমীদের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।
স্পিকার বলেন, স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দুগ্ধ ও মাংস শিল্পকে উজ্জীবিত করা সম্ভব। খামারিদের প্রণোদনা দিলে তারা অনুপ্রাণিত হবে এবং এরই ধারাবাহিকতায় দেশের পুষ্টি চাহিদাও মিটবে।
তিনি বলেন, প্রাণীসম্পদ খাতে সমৃদ্ধ জনশক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই বাজারজাতকরণ অসুবিধা দূরীকরণ, দুধ সংরক্ষণে সক্ষমতা বৃদ্ধি এবং খামারীদের করোনার ক্ষতিজনিত সরকারী প্রণোদনা যথাযথভাবে বন্টন করে এই শিল্পে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ডেইরী ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গরু প্রেমীদের মিলনমেলায় ছোট বড় সকল ধরনের খামারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুত্রঃ বাসস / এম ইসলাম