কৃষি প্রতিক্ষণ ডেস্ক : ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালীতে শুরু হয়েছে তিন দিনের ফুল উৎসব। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো এই ফুল উৎসব। আজ
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিভাবে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম যশোরের গদখালী। এখানকার ফুলের সুভাস শুধু সমৃদ্ধি ছড়াচ্ছে না, দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে ফুল উৎপাদন-সম্প্রসারণে ভূমিকা রাখা ১০ ফুলচাষি ও ব্যবসায়ীকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম ও নারী ফুলচাষি সাজেদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। ফুল ক্ষেত নবরূপে সাজানো হয়েছে। প্রতিটি ফুল সেড একেকটি স্টলে রূপান্তরিত করা হয়েছে গদখালী-পানিসারা এলাকা। প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ বিরাজ করছে।
যশোরের ফুল সুদীর্ঘকালের ঐতিহ্য। বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। প্রথম দিনেই ফুলচাষি, ব্যবসায়ী, দর্শনার্থীদের মাঝে এই মেলা ব্যাপক সাড়া ফেলেছে।
১৯৮২ সালে শের আলী সরদার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এখানে ফুলচাষ শুরু করেন। যশোরে প্রায় ৬ হাজার ফুলচাষি ১৫শ’ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্রমল্লিকাসহ ১১ ধরনের ফুল। দেশের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশের বেশি ফুল যশোরের গদখালী থেকে সরবরাহ করা হয়।
এম ইসলাম