কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় সরিষার বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টরে বারি-১৮,সরিষা দুই মেট্রিক টন ফলেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় এ তথ্য জানান।
কোটালীপাড়া উপজেলার পাইকেরবাড়ী গ্রামে আজ সকাল ৯টায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন।
গতকাল কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস, সুবর্ণা বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য প্রশান্ত বাড়ৈ, ইউপি সদস্য বিকাশ মল্লিক, নমিতা হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন হালদার,করুনা বৈদ্য, কৃষক পরেশ ওঝাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ মাঠ দিবসে কোটালীপাড়া উপজেলার পাইকেরবাড়ী গ্রামের ২শ’ কৃষক ও কৃষাণী অংশ নেন।
সাদুল্যাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য বলেন, পাইকেরবাড়ী মাঠে আগামীতে সরিষার হলুদ ঢেউ উঠবে। এ বছর ওই মাঠে যারা সরিষার আবাদ করেছেন, তারা সরিষার বাম্পার ফলন পেয়ে লাভবান হয়েছেন।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, সরকার ভোজ্য তেল আমদানী নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে। সরকারের এ আহবানে সাড়া দিয়ে কোটালীপাড়া উপজেলার কৃষকরা ৩৮০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করেন। আমরা সরিষার মাঠ দিবস করলাম। এখানে সরিষা কেটে পরিমাপ করে দেখাগেছে প্রতি হেক্টরে বারি ১৮ জাতের সরিষা ২ মেট্রিক টন ফলন দিয়েছে। এখানে সরিষার বাম্পার ফলন হয়েছে।
সুত্রঃ বাসস / এম ইসলাম