কৃষি প্রতিক্ষণ বরিশাল
ভাসমান কৃষি দুইশ’ বছরের পুরোনো। এই ঐতিহ্য আমাদের ধরে রাখা দরকার। যেহেতু ভাসমান ধাপের সবজি পুরোটাই নিরাপদ। তাই এর উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করা প্রয়োজন। আর তা বাস্তবায়নে কৃষকদের এগিয়ে আসতে হবে।
আজ মঙ্গলবার ,২ এপ্রিল ২০২৪,বরিশালে রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষি বিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, আগৈলঝড়ার কৃষক ইদ্রিস আলী প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
এম আই