কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশের কৃষি উন্নয়নে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এর মাধ্যমে প্রায় ১০ লাখ গরিব কৃষক উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংস্থাটির ঋণ ১৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পাশাপাশি বিশ্বব্যাংকের নেতৃত্বে দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট (আইএফএডি) ২ কোটি ৩৮ লাখ ডলার ঋণ এবং ইউএসএআইডি প্রায় ৭১ লাখ ডলার অনুদান দিচ্ছে।
এসব অর্থ ন্যাশনাল অ্যাগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-২ শীর্ষক প্রকল্পে ব্যয় করা হবে। এ লক্ষ্যে একটি ঋণ এবং অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের আবাসিক প্রধান চিমিয়াও ফান। চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, দেশে খাদ্য নিরাপত্তার জন্য কৃষি খাত উন্নয়নের বিকল্প নেই।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কৃষি প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র, প্রান্তিক ও মহিলা কৃষকদের কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা এবং আয় বৃদ্ধি সর্বোপরি কৃষকের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে। চিমিয়াও ফান বলেন, ছোট্ট ভূখণ্ড হলেও বিপুল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে বাংলাদেশের অর্জন স্মরণীয়। তবে অর্জন ধরে রাখতে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন। সেসঙ্গে শস্য বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে যেতে হলে কৃষির প্রতি বিশেষ নজর দিতে হবে। কেননা দারিদ্র্য নিরসনে কৃষি বিশেষ ভূমিকা রাখছে এবং কৃষি ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর সুযোগ অনেক রয়েছে।