কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ খাদ্য সংকটে থাকা কেনিয়ায় কৃষি বীমা কর্মসূচি চালু করেছে বিশ্বব্যাংক। এ কর্মসূচি কেনিয়ার প্রাকৃতিক দুর্যোগের আর্থিক বোঝা কমাতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে এ জাতীয় কৃষি বীমার রূপরেখা তৈরি করা হয়েছে।
এ কর্মসূচির একটি অংশে গৃহপালিত পশু বীমা ওপর জোর দেয়া হবে এবং অপর অংশে ভুট্টা ও গম বীমার ওপর জোর দেয়া হবে। কেনিয়ায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডিয়ারিটোউ গাই এক বিবৃতিতে বলেন, এ কর্মসূচির উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার সক্ষমতা বাড়ানো। তিনি আরও বলেন, কেনিয়ার গরিবদের বেশিরভাগই কৃষক।
এজন্য দেশটির অর্থনৈতিক উন্নয়নে এ বীমা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাংকের ডিজাস্টার রিস্ক ফিনান্সিং অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ওলিভিয়ার মাহুল বলেছেন, ঝুঁকিপূর্ণ কৃষকদের সুবিধার জন্য সরকার ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব সৃষ্টির বিষয়টি আন্তর্জাতিক অনুশীলনের ওপর প্রতিষ্ঠিত।
কৃপ্র/ এম ইসলাম