কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ “রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি হয় ও জমির উর্বরতা কমে যায়। পাট বীজ ব্যবহার করে পরিবেশের ক্ষতি না করে মাজড়া পোকা দমন করা যায় এবং এতে জমির উর্বরতা ঠিক থাকে। পাট বীজ ব্যবহারের ফলে জমির উর্বরতা ঠিক রাখার সাথে সাথে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। যেখানে ১ বিঘা জমিতে ১৫০ টাকার কীটনাশকের প্রয়োজন, সেখানে ৬০ টাকার পাট বীজ দিয়ে মাজড়া পোকা দমন সম্ভব। রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি হয় ও জমির উর্বরতা কমে যায়। পাট বীজ ব্যবহার করে পরিবেশের ক্ষতি না করে মাজড়া পোকা দমন করা যায় এবং এতে জমির উর্বরতা ঠিক থাকে।
পরিমাণ
১ বিঘা জমির জন্য ১ কেজি পাট বীজ ও এর সাথে পরিমাণমত গোবরের ঘসি পোড়ানো ছাই নিতে হবে।
পদ্ধতি
- প্রথমে পাট বীজ ভালো করে রোদে শুকাতে হবে।
- শুকনো বীজ গুঁড়ো করে চালনি দিয়ে চেলে নিতে হবে।
- গুঁড়ো করা বীজ ছিটানোর সময় যাতে উড়ে না যায় সেজন্য এর সাথে গোবরের ঘসি পোড়ানো ছাই মেশাতে হবে।
- উপকারিতাঃ পাট বীজ ব্যবহারের ফলে জমির উর্বরতা ঠিক রাখার সাথে সাথে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। যেখানে ১ বিঘা জমিতে ১৫০ টাকার কীটনাশকের প্রয়োজন সেখানে ৬০ টাকার পাট বীজ দিয়ে মাজড়া পোকা দমন সম্ভব। সচরাচর জিজ্ঞাসা
প্র্রশ্ন ১ : এক বিঘা জমিতে মাজড়া পোকা দমন করার জন্য কতটুকু পাট বীজ প্রয়োজন ?
উত্তর : এক বিঘা জমির জন্য এক কেজি পাট বীজ প্রয়োজন।
প্রশ্ন ২ : পাট বীজের ব্যবহার জমিতে কোন ক্ষতিকর প্রভাব ফেলে কি ?
উত্তর : না, বরং পাট বীজ ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা ঠিক রাখার সাথে সাথে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়।
তথ্যসূত্রঃ মাঠগবেষণা, তথ্যদাতা, মো: করম আলী, পুটাইল ইউনিয়ন, মানিকগঞ্জ,