কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশের কৃষি প্রবৃদ্ধি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও টেকসই জ্বালানি এবং শাসন ও অধিকার-সংশ্লিষ্ট প্রকল্পে ডেনমার্ক সরকার ৩৯৩ কোটি ৪৪ লাখ টাকা বা পাঁচ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার অনুদান দিচ্ছে।
বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রামের আওতায় এ অনুদান পাচ্ছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বারিত হয়। বাংলাদেশের পে চুক্তিতে স্বার করেন ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ডেনমার্ক সরকারের পে বাংলাদেশের সে দেশের রাষ্ট্রদূত হানি ফুগেল এস্কজার। ইআরডি জানায়, ২০২১ সাল পর্যন্ত ১২টি উন্নয়ন কর্মসূচিতে এ অনুদানের টাকা ব্যয় হবে।
বিভিন্ন মন্ত্রণালয় এবং এনজিওর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন হবে। কয়েকটি প্রকল্প ইতোমধ্যে চলমান আছে। এ চুক্তির পর ডেনমার্ক দূতাবাস বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের সাথে প্রকল্প বাস্তবায়ন নিয়ে পৃথক চুক্তি করবে। প্রকল্পগুলোতে মোট ৭২২ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হবে। যার মধ্যে ডেনমার্কের অনুদান ছাড়া বাকি ৩২৮ কোটি ৮৫ লাখ টাকা বাংলাদেশ সরকারকে প্রদান করতে হবে।
কৃপ্র/ এম ইসলাম