কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষকের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু । তিনি বলেন, কৃষির উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারের সাথে সকল মানুষকেও দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিরোজপুরের জিয়ানগরে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন।
এর আগে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন তিনি। মেলায় ১৮টি স্টল স্থাপিত হয়েছে। এর মধ্যে চাষির আদর্শ খামার বাড়ি, উদ্ভিদের বংশবিস্তার, ভিলেজ ইনডোর নার্সারি, ফলের পুষ্টিমান, ভেষজ উদ্ভিদ ইত্যাদি। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে মাল্টা, লিচু, আম ও লেবুর চারা বিতরণ করা হয়। এ ছাড়া মন্ত্রী দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুস্থদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো: মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন, ডিএই আবুল হোসেন তালুকদার।
কৃপ্র/ এম ইসলাম