কৃষি প্রতিক্ষন ডেস্ক : খুলনা অঞ্চলে আগাম চাষ করা পাট কাটা শুরু হয়েছে । আগামি দু’সপ্তাহের পর থেকে পুরোদমে পাট কাটা শুরু হবে বলে কৃষকরা জানিয়েছেন । এবছর প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পাট জাগে (পানিতে পচানো) তেমন কোন সমস্যা হচ্ছে না। এবার পাটের বাম্পার ফলনের আশা করেছেন তারা । চলতি মওসুমে খুলনা বিভাগের ১০ জেলায় ১লাখ ৯৩ হাজার ৫০ হেক্টর জমিতে ২১ লাখ ৩৩ হাজার ২০৪ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
জানা যায় , যশোরে ২৪ হাজার ৬৪৭ হেক্টর জমিতে ২লাখ ৭০ হাজার ৭২৫ বেল পাট, নড়াইলে ২০হাজার ৩৬৯ হেক্টরে ২লাখ ২৫ হাজার ৭৭ বেল, ঝিনাইদহে ২০ হাজার ৪৭০ হেক্টরে ২লাখ ২৬ হাজার ১৯৪ বেল, মাগুরায় ৩৩ হাজার ৫৯০ হেক্টরে ৩লাখ ৭১হাজার ১৯০ বেল, কুষ্টিয়ায় ৩৭ হাজার ৫২০ হেক্টরে ৪লাখ ১৪ হাজার ৫৯৬ বেল, চুয়াডাঙ্গায় ১৮ হাজার ৫৭০ হেক্টরে ২লাখ ৫ হাজার ১৯৯ বেল, মেহেরপুরে ২৩ হাজার ৭২৫ হেক্টরে ২লাখ ৬২ হাজার ১৬১ বেল, সাতক্ষীরায় ১০ হাজার ৬৮৪ হেক্টরে ১লাখ ১৮ হাজার ৫৮বেল, বাগেরহাটে ১হাজার ৪৩২ হেক্টরে ১৫ হাজার ৮২৪ বেল এবং খুলনা জেলায় ২ হাজার ১৯০ হেক্টর জমিতে ২৪ হাজার ২শ’ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস বলেন, পাটের মূল্য প্রতিবছর বৃদ্ধি পাওয়ার কারণে বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই ফসল চাষে কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে পাটের বাম্পার ফলন হবে বলে তিনি জানান। পাট চাষী মনিরুজ্জামান কালু জানান, পাট উৎপাদনে কৃষকদের তেমন বেগ পেতে হয় না। জমির সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। পাট চাষে তেমন কোন ওষুধের প্রয়োজন পড়ে না। এবার তিনি ৫একরের বেশি জমিতে পাট চাষ করেছেন।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম