কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার উলসান শহরে ২৮ থেকে ৩০ জুন থেকে শুরু হচ্ছে চতুর্থ পরিবেশবান্ধব শিল্প সম্মেলন। কোরীয় সরকারের বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়; কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা; জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এবং উলসান নগর কর্তৃপক্ষ যৌথভাবে তিন দিনের এ সম্মেলনের আয়োজন করেছে।
এতে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কোরিয়া গেছেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘টেকসই শহরের জন্য সবুজ শিল্প’। এতে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ইথিওপিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সরকারও শিল্প প্রতিনিধি, নগরবিদ, শিক্ষাবিদ, পরিবেশ বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
তাঁরা শিল্প ও নগরের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, দক্ষতা সম্পদ, সবুজ প্রযুক্তি এবং ইকো-উদ্ভাবনের বিষয়ে মতবিনিময় করবেন। সম্মেলনে শিল্পমন্ত্রী সবুজ শিল্পায়নে বাংলাদেশ সরকার গৃহিত উদ্যোগসমূহ তুলে ধরবেন। তিনি বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের বৈরি প্রভাব মোকাবেলা করে বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, উপকূলীয় এলাকায় পরিবেশ সুরক্ষায় সবুজ বেষ্টনী, সামাজিক বনায়নসহ সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সম্পর্কে আলোকপাত করবেন।
কৃপ্র/ এম ইসলাম