কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জাত পরিচিতি, ব্রি ধান-৬৮ এর কৌলিক সারি নং ইজ ৭৮৩০-১৬-১-৫-৩। সারিটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে IR 68144 এর সাথে BRRI dhan29 এর পশ্চাৎ সংকরায়ন Back Crossing এবং বংশানুক্রম বাছাই(pedigree selection) এর মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। উক্ত কৌলিক সারিটি বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা পর কৃষকের মাঠে ফলন পরীক্ষায় সন্তোষজনক হওয়ার বোরো মৌসুমের জাত হিসাবে চুড়ান্তভাবে নির্বাচন করা হয়। জাতটি জাতীয় বীজবোর্ড কতৃর্ক বোরো মৌসুমে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য ২০১৪ সালে অনুমোদন লাভ করে।
জাতের বৈশিষ্ট্য
- উচ্চ ফলনশীল।
- গাছের উচ্চতা ৯৫ সেমি.।
- চাল মাঝারী মোটা।
- ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২৭.৪ গ্রাম।
- ডিগপাতা খাড়া ও গাড় সবুজ রং।
- চালে প্রোটিন ৭.৭ ভাগ এবং এমাইলোজ ২৫.৭ভাগ।
এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা
ব্রি ধান ৬৮ জাতের জীবনকাল ব্রি ধান ২৮ এর চেয়ে ৪-৫ দিন নাবি। ভাত ঝরঝরে, স্বাদ এবং অবয়বে বিআর ১১ এর মত।
জীবনকালঃ জাতটির গড় জীবনকাল ১৪৯ দিন।
ফলনঃ হেক্টর প্রতি গড় ফলন ৭.৩ টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে ৯.২ টন পর্যন্ত ফলন দিতে পারে।
চাষাবাদ পদ্ধতি
এ ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য উফশী বোরো ধানের জাতের মতই।
১। বীজ তলায় বীজ বপনঃ অগ্রহায়নের ১তারিখ থেকে ১৫তারিখ(১৫ই নভেম্বর থেকে ৩০নভেম্বর)
২। চারার বয়সঃ ৩৫-৪০দিন।
৩।চারার সংখ্যাঃ প্রতি গুছিতে ২/৩টি।
৪। রোপন দুরত্বঃ ২০সেমি. ?১৫সেমি.
৫। মাঝারী উচু থেকে উচু জমি এ ধান চাষের জন্য উপযুক্ত।
৬। সার ব্যবস্থাপনা(কেজি/বিঘা)ঃ
৬.১
ইউরিয়া | টিএসপি | এমওপি | জিমসাম | জিংকসালফেট |
৩৫ | ১৩ | ১৬ | ১৩ | ১.৫ |
৬.২ সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসটি, এমওপি, জিপসাম এবং জিংক সালফেট একসাথে প্রয়োগ করা উচিত। ইউরিয়া সার সমান তিন কিস্তিতে যথা রোপনের ১৫ দিন পর ১ম কিস্তি ২৫-৩০দিন পর ২য় কিস্তি এবং ৫০-৫৫ দিন পর ৩য় কিস্তি প্রয়োগ করতে হবে।
৭। আগাছা দমনঃ রোপনের পর অন্তত ২৫-৩০ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে।
৮। সেচব্যবস্থাপনাঃ কাইচথোর অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত জমিতে পর্যাপ্ত রসের ব্যবস্থা রাখতে হবে। তবে এডাব্লউডি পদ্ধতি ব্যবহার করা উত্তম।
৯। রোগবালাই দমনঃ ব্রি ধান ৬৯ জাতে রোগবালাই ও পোকার আক্রমন প্রচলিত অন্যান্য জাতের চেয়ে অনেক কম। এ জাতের পাতা োড়া, খোল পোড়া এবং ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে।তবে রোগবালাই ও পোকার আক্রমনে সম্বনিত বালাই দমন ব্যবস্থা প্রয়োগ করা উচিত।
১০। ফসল পাকা ও কাটাঃ ধান কাটার উপযুক্ত সময় হলো ১-১৫ বৈশাখ (১৪ এপ্রিল-২৮ এপ্রিল)।
সূত্রঃ ব্রি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
কৃপ্র/ এম ইসলাম