কৃষি প্রতিক্ষন ডেস্ক : সম্প্রতি লবন আক্রান্ত এলাকার গম চাষীদের জন্য বড় ধরনের আবিষ্কারের খবর প্রকাশিত হয়েছে৷ অস্ট্রেলিয়ার গবেষকরা লবণাক্ত মাটিতে চাষের জন্য সাধারণের তুলনায় ২৫ শতাংশ বেশি উত্পাদন ক্ষমতা সম্পন্ন একটি লবণ সহনশীল গম উদ্ভাবন করেছেন৷ উত্তর নিউ সাউথ ওয়েলসের সাম্প্রতিক গবেষণা মাঠে নতুন লবন সহনশীল জিন ধারণকারী গমের উত্পাদন ক্ষমতা প্রমাণিত হয়েছে৷ যুগান্তকারী এ উদ্ভাবন গম চাষীদের লবণাক্ত মাটিতে উফসী জাতের এই গম উচ্চ উত্পাদন ক্ষমতাঅর্জন করতে সক্ষম হবে বলে বিজ্ঞানীরা আশা পোষণ করেন৷
বিজ্ঞানী ড রিচার্ড জেমস বলেন “লবণাক্ততার বিভিন্ন স্তরের মধ্যে নতুন লবন সহনশীলড্রুম গম আবাদ ও অন্যান্য গমের সঙ্গে তাদের ফলন তুলনা করে, আমরা লবণাক্ত মাটির অধীনে কমপৰে ২৫ শতাংশ ফলন সুবিধা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি৷” প্রকল্পের নেতা ডা. রানা মু্নাস্ বলেন, “উভয় বিষাক্ত জিন পাতা থেকে সীমিত পথ দ্বারা শিকড় থেকে কান্ড পর্যন্ত সোডিয়ামের প্রভাব ছাড়া কাজ করে৷ গবেষণা দল প্রচলিত এবং নন জিএম প্রজনন পদ্ধতির মাধ্যমে ড্রুম (durum) গমের লবন বর্জন কারী জিনের পরিচয় উদ্গাটন করতে সক্ষম হয়েছেন৷ লবনাক্ততা অস্ট্রেলিয়ার একটি প্রধান পরিবেশগত সমস্যা, এই সমস্যার কারনে প্রধান প্রধান গম উত্পাদনকারী এলাকার চাষীদেরকে ক্রমবর্ধমান হরে ড্রুম গম চাষ থেকে বিরত রাখছে৷ বিজ্ঞানীরা লবনাক্ত এলাকায় গম চাষের ক্ষেত্রে একে একটি যুগান্তকারী আবিষ্কার বলে অভিহিত করেছেন৷
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম