কৃষি প্রতিক্ষণঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আইন ২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সামরিক শাসনামলে ১৯৭৬ সালে’র অর্ডিনেন্সটি যুগোপযোগী করে আরো নতুন ৪টি ধারা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউিটের প্রধান কার্যালয় হবে গাজীপুরের জয়দেবপুরে। প্রয়োজনে সরকারের অনুমতি নিয়ে দেশের যেকোন স্থানে শাখা খোলার বিধান রাখা হয়েছে। সচিবালয়ের পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং বাহরাইনের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সুরক্ষা চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।