কৃষি প্রতিক্ষন জামালপুর : বন্যায় তলিয়ে গেছে জামালপুরের বকশীগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জের অধিকাংশ ফসলি জমি। কোথাও কোথাও পুরো সবজির খেত, ফসলি জমি পানির নিচে। পানিবন্দি ধান, আখ, চিচিঙ্গা, ধুন্দল, করলা, মরিচ, কাকরোল, বেগুনসহ বর্ষাকালীন বিভিন্ন শাক-সবজি ও ফসলের খেত। কোথাও বা তরকারির মাচা পানির ওপরে ভাসমান থেকে অস্তিত্বের জানান দিচ্ছে। কোনো কোনো এলাকায় পানি কমতে শুরু করায় পচে যাওয়া ধান গাছের ডগা দৃশ্যমান হচ্ছে।
বকশীগঞ্জের গুগরাকান্দি, কলকিহারা, কেওয়ারচর, মাইছেনির চর, নিলক্ষীয়া, সাধুরপাড়া, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ, ইসলামপুরের সিরাজাবাদ, কুলকান্দি, সাপধরীসহ জামালপুরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। কলকিহারা উজানের বাসিন্দা মোহাম্মদ দুলাল বাংলানিউজকে বলেন, ‘সব ধান, ফসল পানিয়ে খাইছে’। তিনি বলেন, ‘ঘরেই পানি, খেত তো সব পানির নিচে’। বর্ষাকালীন সবজিচাষি আবদুল কাইয়্যুম জানান, তার ১ হেক্টর জমিতে কয়েকটি জমি পানির নিচে ডুবে আছে। তিনি বলেন, সবজি গাছের গোড়া পানিতে ডুবলেই তো গাছ শেষ। সেখানে গাছের ডগাও পানির নিচে। জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘কৃষিতে ক্ষয়ক্ষতির আসল হিসেবটা পানি সরে যাওয়ার পর বলা যাবে। আমরা প্রতিদিনই সর্বশেষ ক্ষয়ক্ষতির হিসেবটা করছি’। তিনি বলেন, ০১ আগস্ট পর্যন্ত ১ হাজার ৭৫৫ হেক্টর পাকা আউশ ধান, ২ হাজার ৯৪০ হেক্টর বীজতলা, ৩ হাজার ৩৬০ রোপা আমন, ৩ হাজার ৩৯০ হেক্টর সবজি, ১৯০ হেক্টর জমিতে কলা ফসল পানিতে তলিয়ে গেছে। রফিকুল ইসলাম বলেন, এছাড়া ২ হাজার ৯৪০ হেক্টর পাট অর্ধেক, পুরো বা তিন ভাগের এক ভাগ পানিতে ডুবে গেছে। কি পরিমাণ আখ পানিতে তলিয়ে গেছে তা পরিমাপ করা সম্ভব হয়নি।
জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। রফিকুল ইসলাম বলেন, পানি দ্রুত সরে যাচ্ছে। সেক্ষেত্রে পাট, আখের ক্ষতি কমতে পারে। সবজি ফসল, বীজতলার ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পানি সরে যাওয়ার পর এসব ক্ষয়ক্ষতি পোষানোর ব্যবস্থা নেবো। আমরা মন্ত্রণালয়কে তথ্যগুলো পাঠাচ্ছি। কৃষকদের প্রণোদনা বা সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে হবে’। সরকারি হিসেবে বন্যায় বিভিন্নভাবে জামালপুরের ৪ লাখ ১২ হাজার ৫ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। বেসরকারি হিসেবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরো বেশি হবে।
কৃপ্র/ কে আহমেদ / এম ইসলাম