কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সিংড়ায় মাছ চাষের জন্য দেওয়া বাঁধে কৃষকদের শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চামারী ইউনিয়নে এক প্রভাবশালী দীর্ঘ ১০ বছর যাবত্ এলাকার রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে জমিতে বাঁধ দিয়ে এসব করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা। এ ব্যাপারে এলাকার ভুক্তভোগী কৃষকরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন। এলাকার ভুক্তভোগী কৃষকরা জানান, প্রতি বছর বিঘা প্রতি ১০-১৫ মণ করে ধান পেতাম। যা দিয়ে সংসারের খরচ চলতো। কৃষকরা আরো জানান, বাঁধ দেওয়ায় আমন ধান আবাদ করলেও কেউ ঘরে তুলতে পারে না। কারণ মাছ ধানের গোড়া খেয়ে ফেলে। তা ছাড়া যখন ইরি-বোরো আবাদের সময় তখনও বাঁধ দেওয়া থাকে। পানি জমে থাকে এতে করে সময় মত ইরি-বোরো আবাদ করতে সমস্যার সৃষ্টি হয়। চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান, এ বিষয়ে কৃষকরা তার কাছে আসছিল। তারা এর প্রতিকার চায়। আমরা তাদের পরামর্শ দিয়েছি যে, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক। পরিষদ সহযোগিতা করবে। সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুতর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রঃ ittefaq.com.bd