কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সবুজ পাতাগুলোর সবই ঢেকে আছে জাম্বুরায়। গুনে দেখা গেলে সব মিলিয়ে ১০টি জাম্বুরা ঝুলছে গাছটিতে। জাম্বুরা গাছটি কিন্তু কোনো বাড়ির উঠানে নয়, ছিল আগারগাঁওয়ের বৃক্ষমেলার বনরূপা নার্সারির নামে একটি স্টলের ছোট টবে। বৃক্ষমেলায় গেলে ছোট-বড় টবে রাখা এমন অসংখ্য ফলদ গাছ চোখে পড়বে। কেবল জাম্বুরা নয়; কতবেল, আম, আমড়া, ডেউয়া, চালতা, করমচা, কামরাঙা ভর্তি ছোট ছোট গাছও পাওয়া যাবে। নাম শুনলে জিভে পানি চলে আসা ফলভর্তি গাছগুলো রাখা আছে টবে। বনরূপা নার্সারির বিক্রেতা দেলোয়ার হোসেন বললেন, এই জাম্বুরার চারা টব ও জমিতে রোপণ করা যায়। যেখানেই রোপণ করা হোক না কেন, এক-দুই বছরের মধ্যে গাছে ফল ধরবে। শুরুর দিকে গোটা পাঁচেক জাম্বুরা ধরবে। পরিণত হলে একটি গাছে ১০-১৫টি জাম্বুরা ধরবে। মে-জুন মাসে গাছে ফল ধরবে। আগস্ট-সেপ্টেম্বরে জাম্বুরা পেকে যাবে।
এই বিক্রেতা আরও বললেন, জাম্বুরার একেকটি চারার মূল্য ২০০ টাকা। এর চারা টবে রোপণের আগে মাটিতে জৈব সার মেশাতে হবে। টবের নিচে ফুটো করতে হবে যেন এর মধ্যে পানি জমতে না পারে। টবে পানি জমলে গাছ মরে যেতে পারে। জমিতে জাম্বুরার চারা রোপণের আগে গোড়ার মাটি উঁচু করতে হবে। মাঝেমধ্যে মাটি খুঁচিয়ে রাখতে হবে।
জাম্বুরার গাছগুলোর পাশে রাখা টবের গাছে ঝুলছিল দুই-তিনটি চালতা। চালতাগুলো পাকেনি, রং সবুজ। চালতা গাছেও ফল আসবে রোপণের দুই বছর পর। যত্ন নেওয়া হলে একটি চালতা গাছ ফল দেবে ২০-২৫ বছর—এমন দাবি দেলোয়ারের।
মেলায় পুষ্প কানন অ্যান্ড ইকবাল নার্সারিতে একটি টবে রয়েছে কতবেলের গাছ। গাছে কতবেল ঝুলছিল অনেকগুলো। তাই দাম হাঁকা হচ্ছে আট হাজার টাকা। তবে ধৈর্যশীল বৃক্ষপ্রেমীরা দেশি জাতের কতবেলের একটি চারা পাবেন দেড় শ টাকায়। একই স্টলে ডেউয়ার চারার মূল্য ২০০ টাকা। টক ও মিষ্টি দুই জাতের ডেউয়া ফলের চারা মিলবে এখানে। চারা লাগানোর আগে মাটিতে টিএসপি সার, পটাস ও খইল মেশাতে হবে। অল্প পরিমাণে ইউরিয়াও দিতে হবে। এখানে এই ফলবতী কয়েকটি ডেউয়ার গাছও বিক্রির জন্য রাখা হয়েছে, একেকটির দাম ১৫ হাজার টাকা করে। একইভাবে করমচা, কামরাঙা, আমড়া ও কমলা লেবুর চারা ১০০ টাকা থেকে ২০০ টাকায় পাওয়া যাবে। ফলভর্তি গাছও মিলবে, তবে হাজার টাকায়।
সুত্রঃ prothom-alo.com