কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, রংপুরবাসীর দুঃখ তিস্তা নদীর ভাঙন রোধে ১২৬ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। এ বাঁধ নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্য, কৃষি, সেচ, যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক সুফল আসবে। গতকাল রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিস্তা নদী ভাঙনকবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় স্থানীয় জাতীয় পার্টির নেতা শামসুল আলম ও মতিয়ার রহমানসহ এলাকার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মসিউর রহমান রাঙ্গা বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। এ দুর্যোগের সাথে লড়াই করেই আমাদের বাঁচতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমিয়ে আনতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম আরো জোরদার করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার চলতি অর্থবছরে রংপুরের গংগাচড়া উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামোখাতের উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গংগাচড়া উপজেলাকে একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব হবে। এর আগে প্রতিমন্ত্রী গংগাচড়া উপজেলার তালুকহাবু দারুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ করেন।