কৃষি প্রতিক্ষণ পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ, দিলপাশার, অষ্টমণিষা, পৌরসভা ও সদর ইউনিয়নের প্রায় সহস্রাধিক বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কিছু দরিদ্র পরিবার পানির মধ্যে মাচা উঁচু করে নিজ ঘরেই অবস্থান করছে। যে কারণে গরু-বাছুর নিয়ে তারা দুর্ভোগ পোহাচ্ছে। বন্যা কবলিত এলাকার ইউপি চেয়ারম্যানরা বলেন, দুর্গতরা কষ্টে রয়েছেন। জরুরি ভিত্তিতে তাদের ত্রাণ সহায়তা করা প্রয়োজন। এদিকে বন্যার্তরা পেটের পীড়াসহ নানা অসুখে আক্রান্ত হলেও স্বাস্থ্য কর্মীরা এলাকায় বিনামূল্যে ওষুধ বিতরণের জন্য ক্যাম্পিং করেননি বলেও অভিযোগ পাওয়া গেছে। বুধবার রিপোর্ট লেখা পর্যন্ত এসব পরিবারকে সাহায্য করতে সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থা এগিয়ে আসেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিঃদায়িত্ব) মো. শহিদুল ইসলাম জানান, বানভাসিদের জন্য এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ বরাদ্দ পাননি।
সুত্রঃ ittefaq.com.bd