কৃষি প্রতিক্ষণ মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। বুধবার সকালে ছয় সেন্টিমিটার কমে ভাগ্যকূল পয়েন্টে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার কমে মাওয়া পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এসব তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, পদ্মার পনি কমতে শুরু করেছে। নতুন করে আর কোন এলাকা প্লাবিত হয়নি।
এদিকে বন্যার পানি কমতে শুরু করলেও মানুষের দুভোর্গ বেড়েছে। নিম্নাঞ্চলের পানিবন্দি পরিবারগুলোর কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। লৌহজং উপজেলার কলমা, ডহরী, শামুরবাড়ি, কনকশার, যসলদিয়া, কান্দিপাড়া, টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল, বানারী, পাঁচনখোলা, নগরযোয়ার, পাঁচগাঁও, কামারখাড়া ও শ্রীনগর উপজেলার কবুতরখোলাসহ পদ্মা তীরের গ্রামগুলো কয়েক হাজার পরিবার এখনও বন্যাকবিলিত। বিশুদ্ধ খাবার পানিসহ নানা সমস্যায় পড়েছে তারা। জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুর রহমান জানিয়েছেন, দুর্গতের সাহায্যে সরকারিভাবে চেষ্টা অব্যাহত রয়েছে। লৌহজং, টঙ্গীবাড়ি ও শ্রীনগর উপজেলায় দুর্গতদের মাঝে ১০ টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। সকল দিকে সর্তক দৃষ্টি রাখা হয়েছে।