কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নড়াইল জেলায় এ বছর ৬ হাজার ৪২১ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে খবর বাসসের । সরকারের পক্ষ থেকে কৃষকদের উন্নতমানের জীব বিতরণ করাসহ সার্বিক সহযোগিতা করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফত সূত্রে জানাগেছে, জেলায় আউশ ধানের আবাদ করা হয়েছে ৬ হাজার ৪২১ হেক্টর জমিতে। এরমধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৭১০ হেক্টর, লোহাগড়ায় ৯৬৫ হেক্টর ও কালিয়া উপজেলায় ১ হাজার ৭৪৬ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে।
এর মধ্যে হাইব্রীড ২১৯ হেক্টর, উফশী ১ হাজার ৫৬ হেক্টর, স্থানীয় ৫ হাজার ১৪৬ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। হাইব্রীড উৎপাদনের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে ৬৪৮ মেট্টিকটন, উফশী ২ হাজার ৬৬২ মেট্টিকটন এবং স্থানীয় ৬ হাজার ৬৮৯ মেট্টিকটন। এরমধ্যে সদর উপজেলায় আউশ হাইব্রীড ২১৯ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষমাত্রা ৬৪৮ মেট্টিকটন, উফশী ৭৩০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৮৪০ মেট্টিকটন এবং স্থানীয় ২ হাজার ৭৬১ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৫৮৯ মেট্টিকটন।
লোহাগড়া উপজেলায় উফশী ৮০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০২ মেট্টিকটন, স্থানীয় ৮৮৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ১৫১ মেট্টিকটন। কালিয়া উপজেলায় আউশ উফশী ২৪৬ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬২০ মেট্টিকটন এবং স্থানীয় ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৫০ মেট্টিকটন ধান উৎপাদন হবে।
নড়াইল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বরকত শেখ বলেন, এ বছর এক একর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে আশা করছি ফলন ভাল হবে। লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের ইব্রাহিম খান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে উচ্চ ফলনশীল বীজ দেয়া হয়েছে। সময় মত সার-ওষুধ পাওয়ায় প্রায় দেড় একর জমিতে ধানের আবাদ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শেখ আমিনুল হক জানান, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে জেলায় এক হাজার ৫শ’ কৃষককে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭শ’, লোহাগড়া উপজেলায় ৩শ’ এবং কালিয়া উপজেলায় ৩শ’ কৃষককে উচ্চ ফলনশীল বীজ বিতরন করা হয়। এছাড়া দুই শত কৃষককে নেরীকা জাতের বীজ প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৮০ জন, লোহাগড়া উপজেলায় ৬০ জন এবং কালিয়া উপজেলায় ৬০ জন কৃষককে এ বীজ প্রদান করা হয়।
কৃপ্র/এম ইসলাম