কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ এবারের বন্যায় সারা দেশে ১০৬ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, খবর ইত্তেফাক। এসবের সংস্কার বা পুনর্নির্মাণের জন্য কয়েক শত কোটি টাকা লাগবে। ইতিমধ্যে সরকারের কাছে ৩৩৭ কোটি টাকা চেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, সারা দেশে লোকালয় রক্ষার জন্য হাজার কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সময়মতো সংস্কার বা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে না পারায় এগুলোর অবস্থান দুর্বল হচ্ছে। সাম্প্রতিক বন্যায় বাঁধগুলোর অনেক স্থান ধসে গেছে। এতে কয়েক শত গ্রাম প্লাবিত হয়েছে। সরকার গত বছর তিন হাজার কোটি টাকা ব্যয়ে পুরনো বেড়িবাঁধ দেড় মিটার করে উঁচু করার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৬ কিলোমিটার বাঁধ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সপ্তাহে গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হবে। তবে মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ ও শরীয়তপুরের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। উজান থেকে নেমে আসা ঢলে ও বৃষ্টির পানিতে ১৬টি জেলার ৫৯টি উপজেলা বন্যার কবলে পড়ে। গত ২৯ জুলাই পর্যন্ত বন্যায় তিন লাখ ৯৩ হাজার ৪৯৬টি পরিবারের মোট ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ হাজার ৩১৪টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১২ হাজার ৩৭১টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃপ্র/ এম ইসলাম