কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ স্বাধীনতার সাড়ে চার দশক পরও স্বপ্ন অধরাই থেকে গেছে ঝিনাই নদী ঘেরা গোপালপুর উপজেলার জামতৈল গ্রামবাসীর। তিন পাশে নদী আর এক পাশে বিল। একটি ব্রিজের স্বপ্ন গ্রামবাসীর দীর্ঘদিনের। গ্রামে চার শতাধিক পরিবারের বাস। নদীর অন্য পারে প্রাইমারি স্কুল, হাইস্কুল, মাদ্রাসা আর বাজার। সেখান থেকেই যেতে হয় উপজেলা আর জেলা সদরে। নদী-বিল পাড়ি দিয়ে সারা বছর স্কুল, কলেজ, মাদ্রাসা আর হাট-বাজারে যাওয়া-আসা অনেক কষ্ট। বর্ষায় নদী উপচে পানি থাকে বিলে গলা সমান পানি। গ্রামের লোকজন চাঁদা তুলে নদীতে নির্মাণ করে বাঁশের সাঁকো। সেটিই পারাপারের ভরসা। শিশুরা নদীর অথৈ জলে ভেসে থাকা বিপজ্জনক সাঁকো পাড়ি দিয়ে যাতায়াত করে। প্রায়ই পা পিছলে ঘটে দুর্ঘটনা। গ্রামবাসীর অভিযোগ, রাজনৈতিক মতবিরোধের কারণে নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যান নদীর মূল ঘাট যেখানে সিঅ্যান্ডবির পাকা সড়ক ভিড়েছে সেখানে ব্রিজ নির্মাণ না করে দেড় কিলো উজানে ২০ লাখ টাকা ব্যয়ে বিশ বছর আগে ব্রিজ নির্মাণ করেন। ওই ব্রিজে ওঠার কোনো রাস্তা নেই। তাই সেটি গ্রামবাসীর কাজে আসেনি। ব্রিজটি এখন পরিত্যক্ত।