কৃষি প্রতিক্ষন ডেস্ক : ঢাকার হাজারীবাগ থেকে সাভারে সময়মতো ট্যানারি স্থানান্তরে মালিকদের পাশাপাশি বিসিক ঠিকাদারের অনভিজ্ঞতাকেও দায়ী করেছেন সরকারের প্রভাবশালী ৩ মন্ত্রী। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও যথাযথ প্রক্রিয়ায় জমি বরাদ্দ না দেয়াসহ ট্যানারি স্থানান্তরে সরকারি ঋণের আড়াইশ’ কোটি টাকা ছাড়ের ধীরগতিকে দায়ী করেছেন মালিকরা। নতুন শিল্পে হাজার কোটি টাকা বিনিয়োগের কথা উল্লেখ করে, আসছে কোরবানী ঈদের আগেই অন্তত ২৫টি ট্যানারি সাভারে চালু হবে বলে জানিয়েছেন মালিকরা।
সাভারের হেমায়তপুরে গেল সপ্তাহে বিসিকের চামড়া শিল্প নগরীর সবশেষ অবস্থা পরিদর্শনে আসেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ও নৌমন্ত্রী শাহজাহান খান । এসময় শিল্প মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন । পরিদর্শন শেষে যৌথ আলোচনায় সরকারি-বেসরকারি দু’ পক্ষেরই অবকাঠামো নির্মাণের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন তারা। আদালতের নির্দেশ অনুযায়ী ট্যানারি স্থানান্তরে ব্যর্থতায় মালিকদের প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা থেকে সরকার সরবে না জানিয়ে শিল্প সচিব বলেন, সিইটিপি’র কাজ ৮৮ ভাগ শেষ হয়েছে। কিন্তু ১৫-২০টি ট্যানারির বর্জ্য ছাড়া সিইটিপি চালানো যাবে না। তবে চামড়া শিল্প নগরী চালুতে ধীরগতির জন্য নৌমন্ত্রী শাহজাহান খান বেশি দায়ী করেন বিসিক ও তার ঠিকাদারী প্রতিষ্ঠানকে। হাজারীবাগে সব ট্যানারির জমি ও কারখানা কয়েকশো কোটি টাকা খেলাপী ঋণের দায়ে ব্যাংকে আটকা থাকার পরও মালিকরা এর মাঝে প্রায় দু’ হাজার কোটি টাকা বিনিয়োগের ঝুঁকি নিয়ে সাভারে আধুনিক প্রযুক্তির ট্যানারি চালু করছেন বলে জানান ট্যানারী মালিকরা ।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম