কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমী নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। এর প্রভাবে দমকা বাতাসসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় অঞ্চলে। বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে মৌসুমী নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সকাল ৬টায় খুলনা অঞ্চল ও তার আশপাশে ছিল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মংলা, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা, এসব এলাকায় ঘণ্টায় ৫০/৬০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকা স্বাভাবিকের চেয়ে তিন/চার ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।