কৃষি প্রতিক্ষন মানিকগঞ্জ : বন্যার পানিতে মানিকগঞ্জের ৫ হাজার হেক্টর সবজি ক্ষেত ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এদিকে উৎপাদন কমে যাওয়ায় বাজারে বেড়ে গেছে সবজির দাম। আর সুনামগঞ্জে বন্যায় রাস্তাঘাট, ফসল, মাছ ও পোল্ট্রি খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পোষানো ও পুর্নবাসনে সরকারী সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জে এবার প্রায় পাচ হাজার হেক্টর জমিতে চাল কুমড়া,শশা, ঝিঙ্গা,ঢেড়শ,করলা, শিম, মুলা, পটল, পেঁপে,মরিচ চাষ করেছিলেন কৃষকরা। ফলনও হয়েছিল বেশ । কিন্তু যে মুহর্তে সবজি বাজারে উঠতে শুরু করেছে তখনই শুরু হয় বন্যা। তাই এসব সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অন্যদিকে সবজি পানিতে তলিয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারগুলোতে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়ে গেছে সবজির দাম। ক্ষতি কাটিয়ে উঠতে পানিতেই ভাসমান বীজতলা তৈরীর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জের ৭ উপজেলায় বন্যায় ১২০কি:মি: রাস্তা, ১ হাজার হেক্টর আউশ-আমন ও বীজতলা এবং মাছ ও পোল্ট্রি খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে ভর্তুকিসহ পুর্নবাসনে সরকারী সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা।
কৃপ্র/ শিপন/কে আহমেদ/এম ইসলাম