কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভারত থেকে বানের পানিতে ভেসে আসা বুনো হাতিটিকে আটক করতে অনেক চেষ্টার পর এবার কয়েকটি ফাঁদ বসানো হয়েছে। তবে ফাঁদ বসানোর ১০ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ফাঁদে পা দেয়নি হাতিটি। গত বৃহস্পতিবার দুপুরে হাতিটিকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করা হয়। পরে হাতিটির পায়ে ও শরীরে শিকল-দড়ি দিয়ে একটি আমগাছে বেঁধে রাখা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে হাতিটি শিকল আর দড়ি ছিঁড়ে কাছের একটি জলাশয়ে নেমে পড়ে।এরপরই হাতিটিকে ধরতে আবার ফাঁদ বসানো হয়।
ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল বলেন, ভারত থেকে বাংলাদেশে ভেসে আসা হাতিটিকে উদ্ধারে এলাকাবাসীর সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফাঁদ পেতে হাতিটিকে ধরার জন্য বসে আছি। সুবিধাজনক স্থানে এলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।হাতিটিকে উদ্ধারে ঢাকার বন অধিদপ্তরের ২০ সদস্যের প্রতিনিধিদলও কাজ করে যাচ্ছেন।
ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে হাতিটি গত ২৮ জুন বাংলাদেশে আসে। ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের ছিন্নার চরে অবস্থান করে।