কৃষি প্রতিক্ষন ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে সেনাবাহিনী।দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায় । খবর সময় টিভি অনলাইনের ।
আজ রোববার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক জাতীয় ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৬’ এর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মসূচির উদ্বোধন করেন ।
চলতি বছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা নেয়া হয়েছে যা গাছ লাগানো ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছে সেনাবাহিনী।
কৃপ্র/কে আহমেদ/এম ইসলাম