কৃষি প্রতিক্ষন চাপাঁইনবাবগঞ্জ : কমতে শুরু করেছে পদ্মার পানি। সেই সাথে ভাঙ্গন দেখা দিয়েছে চাপাঁইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের বেশ কয়েকটি অংশে। গত দুই সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অর্ধশতাধিক ঘর বাড়ি ও দেড়শ একর ফসলি জমি। এ অবস্থায় ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। ভাঙন ঠেকাতে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানালেও, কাজের কাজ কিছুই হয়নি।
বর্ষায় এমনিতেই সর্বগ্রাসী প্রমত্তা পদ্মা। বানের পানি নামার সাথে সাথে এ যেন আরও আগ্রাসি হয়ে ওঠছে। যার থাবায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব, চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের বহু মানুষ। প্রায় প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে, ফসলি জমি, আম বাগানসহ বসত বাড়ি। বিলীন হওয়ার পথে, নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের অরক্ষিত প্রায় আড়াই কিলোমিটার এলাকা। হুমকিতে, ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীর সংরক্ষণ প্রকল্পও।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙ্গন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে, দেশের ভূ-খন্ড হারানোর শংকাও রয়েছে। ভাঙ্গন প্রতিরোধে ১১০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন, পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলের ৭টি ইউনিয়নের মানুষই নদী ভাঙ্গনের শিকার।
কৃপ্র/ সাইফুল/ কে আহমেদ/এম ইসলাম