কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপনের ওপর গুরুত্বারোপ করেছেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর -এর উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূরুন্নবী । তিনি বলেন, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য সবুজ প্রকৃতির কোন বিকল্প নেই। সবুজ ক্যাস্পাসের জন্য বৃক্ষরোপন অভিযান শীর্ষক কর্মসুচির আওতায় শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দু‘টি পৃথক স্থানে আয়োজিত চারা রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক ও কেয়া কসমেটিকস লিমিটেডের আর্থিক সহযোগিতায় মনোহর সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) ক্লাব এই কর্মসূচির আয়োজন করে।ম এই কর্মসূচির আওতায় উপাচার্যের বাসভবন থেকে একাডেমিক ভবন ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের দুই পাশে ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা লাগানো হয়। মনোহর আইসিএম ক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার উপ-পরিচালক আবদুল আজিজ, ভারপ্রাপ্ত প্রক্টর শাহিনুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যাক্ষ ড. আবু সালেহ মো, ওয়াদুদুর রহমান ও কেয়া কসমেটিকস লিমিটেডের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তরুণ প্রজম্মকে বৃক্ষরোপন অভিযানে সম্পৃক্ত হতে হবে।