কৃষি প্রতিক্ষন জামালপুর : বন বিভাগের দায়িত্ব অবহেলার কারণেই ভারতীয় বন্য হাতি ‘বঙ্গ বাহাদুর’ মারা গেছে বলে অভিযোগ তুলেছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সোনাকান্দ এলাকার বাসিন্দারা। দোষীদের শাস্তির দাবিতে সকাল থেকেই তারা দফায় দফায় বিক্ষোভ করছে । আজ মঙ্গলবার ভোরে সরিষাবাড়ির সোনাকান্দ গ্রামে হাতিটি মারা যায়। বিক্ষোভাকারী মুকুল মেম্বার জানান, বন বিভাগের দায়িত্বহীনতা ও কর্তব্য অবহেলার কারণেই হাতিটি মারা গেছে। তারা হাতিটি উদ্ধারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। হাতির খাবার দাবারেরও ব্যবস্থা করেনি। পাশাপাশি চেতনা নাশক ব্যবহারের পর তার পার্শ্বপ্রতিক্রিয়া কাটানোর জন্য যে পদক্ষেপ নেয়া দরকার তাও তারা নেননি। তাই হাতি মৃত্যুর দায় তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে এলাকার বাসিন্দারা বন বিভাগের কর্মীদের দোষারোপ করার পাশাপাশি প্রশাসনেরও সমালোচনা করেন। তারা বিক্ষোভকালে স্লোগান দেন, ‘হাতিটি মরলো কেন, প্রশাসন জবাব চাই।’ হাতিটির মৃত্যুর বিষয়ে বন্যপ্রাণী চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে স্ট্রোক করে হাতিটি মারা গেছে। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা বিষয়টি পরোক্ষভাবে স্বীকারও করেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চেতনা নাশক ব্যবহারের পর হাতিটির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য যে বিশেষ লিকুইড ব্যবহার করতে হয়, তা তাদের কাছে ছিল না। যে কারণে তারা পানি ব্যবহার করে।
এদিকে মৃত হাতিটি কিভাবে নেয়া হবে তা নিয়ে বৈঠক করেছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন।
কৃপ্র/ বাপ্পা/ কে আহমেদ/এম ইসলাম