কৃষি প্রতিক্ষন রংপুর : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীর মাছ চাষীরা ।সরকারী হিসেবে ৩৮ কোটি টাকার বেশি মাছ ও মৎস্য শিল্পের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে । ফলে শত শত মাছচাষী সর্বশান্ত হতে বসেছেন । তাদের মতে এই ক্ষতির পরিমান কয়েকগুন বেশি । মৎস্য বিভাগের দেয়া তথ্যমতে, বিভাগের ৮ জেলার মধ্যে বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে— কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী। বন্যার পানিতে এ পাঁচ জেলায় মাছ ও পোনা উৎপাদনকারী প্রায় ১২ হাজার ৬৫৬টি পুকুর ভেসে গেছে।
তবে ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি বলে জানিয়েছেন চাষীরা। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কুড়িগ্রাম জেলার মৎস্যচাষীরা। জেলায় মোট ৮৭৯ হেক্টরের ৬ হাজার ৬০৭টি পুকুরের মাছ ও ৩৯ হেক্টর আয়তনের ২৪৯টি নার্সারি পুকুরের পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া এসব মাছ ও পোনার আনুমানিক মূল্য ১৪ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকা। আর এতে অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ১ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা।
ক্ষতির দিক দিয়ে এর পরেই রয়েছে গাইবান্ধা জেলা। এ জেলায় মোট ৩৯৬ হেক্টরের ২ হাজার ৯৫১টি পুকুরের মাছ এবং ৩২ হেক্টরের ১৩০টি নার্সারি পুকুরের পোনা ভেসে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি ৪ লাখ ৬৪ হাজার টাকা। এছাড়া লালমনিরহাটে মাছ ও পোনার ক্ষতির পরিমাণ প্রায় ৬ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকা। আর জেলার মাছের চাষে অবকাঠামোগত ক্ষতি হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। আর বিভাগের রংপুর ও নীলফামারী জেলায় সর্বমোট ক্ষতির পরিমাণ যথাক্রমে ২৮ লাখ ৫ হাজার টাকা ও ২০ লাখ টাকা।
কৃপ্র/রাজিব/ কে আহমেদ/এম ইসলাম