কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চাঁদপুরে এ বছর আখের বাম্পার ফলন হয়েছে। এছাড়া জেলায় এ বছর নতুন করে চাষাবাদ শুরু হয়েছে নতুন জাতের আখ রঙ্গ বিলাসের। চলতি বছরে জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৫৬৭ হেক্টর আর চাষাবাদ হয়েছে ৬৩৩ হেক্টর। দেশীয় জাতের আখ (চাঁদপুর গেন্ডারী) চাষে চাঁদপুর জেলার সুনাম ও সুখ্যাতি বহু বছরের।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৬৬ হেক্টর জমিতে আখ চাষ বেশি হয়েছে। মতলব উত্তর উপজেলায় ১৪০ হেক্টর, সদর উপজেলায় ১৫২ হেক্টর, মতলব দক্ষিণ উপজেলায় ১ হেক্টর, হাজীগঞ্জ উপজেলায় ৮ হেক্টর, শাহরাস্তি উপজেলায় ৩০ হেক্টর, কচুয়া উপজেলায় ৭ হেক্টর, হাইমচর উপজেলায় ১০ হেক্টর ও ফরিদগঞ্জ উপজেলায় ২৮৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আখ চাষের জন্য বিখ্যাত ফরিদগঞ্জ উপজেলা। এ উপজেলার বালিথুবা, কড়ইতলী, রূপসা, গোবিন্দপুর ইউনিয়নে আখের চাষাবাদ বেশি হয়। সবচেয়ে বেশি আবাদ হয় দেশীয় জাতের ২০৮ ‘চাঁদপুর গেন্ডারী’। চিবিয়ে খাওয়ার জন্য এ আখ অন্যতম।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আ. মান্নান বলেন, চাঁদপুরে সাধারণত দেশীয় প্রজাতের আখ চাষ হয়। যা চাঁদপুর গেন্ডারী নামে পরিচিত। এছাড়াও ঈশ্বরদি-২৪ এবং নতুন করে রঙ্গ বিলাস জাতের আখের চাষাবাদ শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় রঙ্গ বিলাসের চাষ আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী আহমদ বলেন, ‘চাঁদপুরের কৃষকরা আলু এবং ধানের জমিতে আখ চাষ করে থাকেন। এ কারণে পরিচর্যা ছাড়াই চাষ করা সম্ভব। এতে তেমন কোনো খরচও নেই। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের বাম্পার ফলন হয়েছে।
কৃপ্র/ তাহেরা ইসলাম/ এম ইসলাম