কৃষি প্রতিক্ষণ রিপোর্টঃ কৃষি বিষয়ক সংবাদ মাধ্যম কৃষি প্রতিক্ষনের সম্পাদক হিসেবে যোগদান করলেন কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ । আজ বুধবার কৃষি প্রতিক্ষণের পরিচালনা পর্ষদ তাকে নিয়োগ দেন । সাংবাদিকতা ও লেখালেখির সাথে ৩০ বছর যাবৎ জড়িত আছেন কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ । তাঁর প্রথম লেখা ছাপা হয় ১৯৮৬ সনে দৈনিক ইত্তেফাকে। এরপর থেকে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক জনতা, সাপ্তাহিক রোববার, সাপ্তাহিক শিক্ষাপত্র, সাপ্তাহিক পূর্বাকাশ, মাসিক বিজ্ঞান সাময়িকী, কৃষি বিপ্লবসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
বিগত দিনে কৃষিবিদ ফরহাদ আহাম্মেদের এক হাজারেরও বেশি লেখা ২৯টি জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি। এর মধ্যে ৩টি সরকারি পাঠ্য বই। একটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই। বাকি ৪টি কৃষি সংশ্লিষ্টদের সহায়ক বই। জার্নালে তাঁর ৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছে।
কৃষি প্রকাশনায় অন্যান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করেন। এছাড়াও তাঁকে লেখক সম্মাননা প্রদান করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কৃষি ফাউন্ডেশন, জেলা প্রশাসক টাঙ্গাইল ও শিক্ষাবোর্ডের কর্মকর্তা।
তিনি বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সনে টাঙ্গাইলে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।বর্তমানে অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন তিনি ।
কৃষিবিদ ফরহাদ আহাম্মেদের সম্পাদক হিসেবে যোগদান প্রসঙ্গে কৃষি প্রতিক্ষণের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘কৃষি প্রতিক্ষণ’ কৃষকের কথা বলে।। আমাদের এই স্লোগান কে স্বার্থক করে তুলবেন ফরহাদ আহাম্মেদ।
কৃষিবিদ ফরহাদ আহাম্মেদের সম্পাদক হিসেবে যোগদান প্রসঙ্গে কৃষি প্রতিক্ষণের উদ্যোক্তা পরিচালক মোঃ মাইনুল ইসলাম বলেন, তাঁর হাত ধরে অনলাইনে কৃষি ও কৃষকের জন্য নতুন দিগন্তের সুচনা করবে কৃষি প্রতিক্ষন।
কৃপ্র/ এম ইসলাম/ কে আহমেদ