কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময় মত বৃষ্টি হওয়ায় এবার রংপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা বলছেন, অন্যান্য বছর এ সময় বৃষ্টির পানি না পাওয়ায় পাট পচাতে সমস্যা কিন্তু এবার পর্যাপ্ত পানি এবং দাম ভালো পাওয়ায় অনেকটাই খুশি তারা। কৃষি বিভাগও বলছে, পানির কারণে পাটের আঁশও এবার অনেক ভালো হবে।
চলছে জমি থেকে পাট কাটা আর জাগ দেয়ার প্রস্তুতি। প্রতি বছর পাট জাগ দেয়া নিয়ে পানির অভাবে বিড়ম্বনা পোহালেও এবার তা নেই। তাই দারুণ খুশি তারা। কৃষকরা বলছেন, এবার ফলন ভাল হওয়ায় প্রতি দোনে ৮ থেকে ১ মন পাট হবে বলে আশা তাদের। নানামুখী ব্যবহারে পাটের চাহিদা বাড়ায় অন্যান্য বছরের চেয়ে এবার দাম অনেক ভাল। মৌসুমের শুরুতেই পাট এখন প্রতিমণ বিক্রি হচ্ছে ১৮শ’ থেকে ২ হাজার টাকা দরে।
রংপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ বিভাগ উদ্যান বিশেষজ্ঞ মো: খোন্দকার মেসবাহুল ইসলাম বলছেন, সময়মত পর্যাপ্ত পানি পাওয়ায় এবার পাটের আঁশও অনেক ভাল হবে। রংপুর কৃষি অঞ্চলের ৫ জেলায় এবার ৬৫ হাজার ২শ’ ৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ২ হাজার ৩শ’ ৫৩ হেক্টর বেশি।
কৃপ্র/ কে আহমেদ /এম ইসলাম