কৃষি প্রতিক্ষণ বরিশালঃ বাংলাদেশের কৃষকদের চাষাবাদে ব্যবহৃত ঐতিহ্যবাহী কাঠের হাতল ও লোহার ফাল বিশিষ্ট কাঠের লাঙ্গল আজ প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে কৃষকরা জমিতে লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার, ট্রাক্টর ব্যবহার করছেন।
কৃষকরা জানান, এক সময় চাষাবাদের অন্যতম উপকরণ ছিল কাঠের লাঙ্গল। লাঙ্গল ছাড়া চাষাবাদের কথা চিন্তাই করা যেত না। কিন্তু আধুনিক যুগে চাষাবাদের যান্ত্রিক সব উপকরণ এসেছে। এ সকল যান্ত্রিক উপকরণ দিয়ে জমিতে চাষ দিলে সময় কম লাগে।
এক সময় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার ছিল লাঙ্গলের জন্য খ্যাত। সম্প্রতি দেখা গেছে বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে আর লাঙ্গলের কদর নেই। একসময় কৃষকরা গরু ও লাঙ্গল দিয়ে হাল চাষ করতেন। লাঙ্গল ক্রয় করার জন্য কালীগঞ্জ বাজারে গিয়ে ভিড় জমাতেন। একটি লাঙ্গল এক থেকে দুই হাজার টাকায় ক্রয় করতেন তারা। বর্তমানে এর কদর হারিয়ে যেতে বসেছে।
আজকাল গ্রামের মুষ্টিমেয় কৃষক হাল চাষ করার জন্য কাঠের লাঙ্গল ক্রয় করলেও বাকিরা ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করেন। বাকেরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এ বছর কৃষকদের মধ্যে ১০০ ট্রাক্টর বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
কৃপ্র/ বাদল /এম ইসলাম